২/১ মাস আগে আপনার থেকে জানার জন্য একটি প্রশ্ন করেছিলাম, https://ifatwa.info/52988/। এই প্রশ্নের শেষ দুটি জবাব হয়তো দেওয়া হয় নাই, কিন্তু এখন বিষয়টি জানা প্রয়োজন যদি একটু জানিয়ে দিতেন ভালো হতো। (সংক্ষিপ্ত প্রেক্ষাপটঃ আমার নেসাব পরিমাণ সম্পদ নাই, সম্পদ, বলতে কিছু অর্থ, মোবাইল, একটা কাজের জন্য ল্যাপটপ, বই পত্র কিছু কাপড়ের মালিক, অন্য ফতোয়ায় বলেছিলেন আমি যাকাত থেকে খেতে পারবো )
১. এই অবস্থায় হারাম আয়ের কারো থেকে খেলে আমার কি আবার সদকা করতে হবে?
২. আগে বাচ্চাকাল থেকে যা যা খেয়েছি/হাদিয়া পেয়েছি সেগুলোর কি সাদকা দিতে হবে?(এইগুলা তো অনেক হয়ে যায় এতো টাকা এখন কিভাবে দিবো)
এই সংক্রান্ত আরো দুইটি জিনিস জানতে চাই,
৩.কেও যদি হারাম উপার্জনকারী কারো বাসায় যায় তবে কি যাওয়ার আগে তাদের বাসায় যে উপহার বা খাওয়ার জিনিস গুলো নিবো, এইগুলো যদি এই নিয়তে নেই যে, তার বাসায় যে তার হারাম আয় থেকে খাবো এর বদলে তাদের জন্য এইগুলো নিয়ে নিলাম, তখন কি খাবার জায়েজ হবে? যদি আমার খাওয়ার পরিমান বেশি হয় বাকি টাকা সদকা করে দিলাম।
৪. যে হারাম উপার্জনকারী আমাকে খাওয়ালো বা হাদিয়া দিলো, ওই সমপরিমাণ টাকা আমি ওদের ই কি দিয়ে আসতে পারবো?
৫. কোথায় যেনো শুনেছিলাম না জেনেছিলাম যে ৪নং ও ৫ নং কাজ করা যায় শিওর হতে পারছি না তাই জানতে চাইলাম। যদি এভাবে করার পরেও জায়েজ হয় না তবে কি এই ভাবনার জন্য, এই ভাবে করাও জায়েজ বলার জন্য আমার ইমানের সমস্যা হবে? এখন আপনি জায়েজ/নাজায়েজ যেটা বলবেন তার উপর আমল করবো, আমার ভাবনা ভুল হলে তওবা করবো এটা যথেষ্ট হবে?
৬. ইবনে মাসঊদ (রাঃ) বলেন, তার নিকটে জনৈক ব্যক্তি এসে বলল, আমার একজন প্রতিবেশী আছে যে সূদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয়। এক্ষণে আমি তার দাওয়াত কবুল করব কি? জওয়াবে তিনি বললেন, مَهْنَأَهُ لَكَ وَإِثْمُهُ عَلَيْهِ ‘তোমার জন্য এটি বিনা কষ্টের অর্জন এবং এর গোনাহ তার উপরে’ (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/১৪৬৭৫, ইমাম আহমাদ আছারটি ‘ছহীহ’ বলেছেন; ইবনু রজব হাম্বলী, জামেঊল উলূম ওয়াল হিকাম (বৈরূত : ১৪২২/২০০১), ২০১ পৃঃ)
এই কওল দিয়ে আহলে হাদীস বা সালাফীরা বলেন হারাম উপার্জনকারী থেকে খাওয়াও জায়েজ। তাদের এই ফতোয়া অনুসরণ করলে কি কুফরী হওয়ার কুনো সুযোগ আছে?
৭.কোনো গরিব যদি জেনে যায় যে তাকে হারাম মাল থেকে দেওয়া হচ্ছে বা হারাম থেকে সদকা করা হচ্ছে, তার জন্যও কি নাজায়েজ হয়ে যায় ওই মাল খাওয়া/নেওয়া?
৮. একটা গানের লাইন এমন " তু হিন্দু বানেগা না মুসলমান বানেগা, ইনসান কি আউলাদ তু ইনসান বানে গা" এই গান কি কুফরি? কুফরী হলে, এটা কুফরি,এই তথ্য না জেনে গেলে কি কাফের হয়ে যাবে কেও?