ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সকল বিষয়ের মূলই হচ্ছে আল্লাহকে রাজী ও খুশী করা। আল্লাহর যত প্রকার ফরয বিধান রয়েছে, সেই সব ফরয বিধান গুলি পালন করার সাথে সাথে নফল বিধান গুলিকেও পালন করতে হবে।এবং সাথে সাথে সকল প্রকার নিষিদ্ধতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তবেই আল্লাহ বান্দার প্রতি খুশী হন।আল্লাহ বান্দার প্রতি খুশী হয়ে গেলে,তার সকল জরুরতকে পূর্ণ করেন।তার সকল প্রকার দু'আকে কবুল করেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি সকল প্রকার ফরয ইবাদত পালন করার পাশাপাশি নফল ইবাদত করবেন।বিশেষকরে তাহাজ্জুদের নামায পড়বেন।দান সদকাহ করবেন।সালাতুল হাজত পড়বেন।
পরীক্ষা ভালো হওয়ার নির্দিষ্ট কোনো আমল নাই।হ্যা, আল্লাহকে রাজী খুশী করিয়ে নিতে পারলে সবকিছুই সহজ হয়ে যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তাহাজ্জুদ,সালাতুল হাজত ব্যতিত ইসমে আজম পড়তে পারেন। আল্লাহকে রাজি এবং খুশী করানোর জন্য সর্বোচ্ছ চেষ্টা করবেন।আরেকটি কথা বিশুদ্ধমতানুযায়ী ইসমে আজমের নির্দিষ্ট কোনো বাক্য নেই।