আসসালামু আলাইকুম,
শায়েখ,
(১) ওয়াইফের সাথের কথা কাটাকাটির এক পর্যায় সে অন্য ঘরে চলে যায় রাগ করে। পরে আসলে আমি বলি, কি শোক পালন করা হলো?
ঢেকি সর্গে গেলেও ধান ভাংগে। এটা কি কেনায়া বাক্য ???
(২)স্বাভাবিক কোন সময়ে "সরো" বাক্য উচ্চারন করলেই আমার ভয় লাগে। জ্বর থাকার জন্য আমার ওয়াইফ আমার শরীল মুছে দিচ্ছিল। আমি শোয়া থেকে উঠার জন্য ওয়াইফকে বললাম "সরো"। তালাক,তালাক মনে সবসময় চলতে থাকার কারনে তখনি মনের ভিতর তালাক শব্দ চলে এসেছে। তখন মনে হচ্ছে আমি কি "সরো" তালাকের উদ্দেশ্য বললাম? এরকম ভয় মনের ভিতর কাজ করছে। এখানে "সরো" কি কেনায়া বাক্য হবে?
(৩) একদিন ওয়াইফের সাথে মন মালিন্য হবার কারনে সে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে ব্যাগ গুছিয়ে বাসার বাইরে চলে আসে। তখন আমি কিছুই বলিনি। চলে যেতেও বলিনি। কিছুক্ষনপর আবার ফিরে আসে। পরে এসব বিষয়ে আমি ও আমার মা খালার সাথে কথা বলছিলাম। আমি খালার সাথে বললাম, বাবার বাড়ি যাবার জন্য যখন বের হয়েছো তখন আবার ফিরে আসলে কেন? সম্ভবত এই কথা বলার পর কেনায়া শব্দ হয়ে যাবার ভয়ে আমি থেমে যায়। বলার ইচ্ছা ছিল : বাবার বাড়ি যাবার জন্য বের হয়েছো আবার ফিরে আসলে কেন? চলে যেতে পারতে। কিন্তু কেনায়া শব্দ হয়ে যেতে পারে তাই ভয়ে বলা হয় নি।
এতে কি তালাক পতিত হবে শায়েখ??
(৪) আজ ঘুম ভাংগার সাথে সাথে আনমনা হয়ে হাতের আংগুল ঘসে তালাক লিখে ফেলছি। তারপরেই মনে হচ্ছে এ আমি কি লিখলাম।
এতে কি তালাক হবে শায়েখ?
# শায়েখ আপনি আগের বিভিন্ন প্রশ্নে আমাকে ওয়াসওয়াসার রোগি বলে আখ্যায়িত করে বলেছেন যে, আমার তালাক ও কুফুরি কিছুই কার্যকর হবে। তারপরেও একের পর এক সন্দেহ আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে। একটু শান্তি আশায় বার বার প্রশ্ন করি। কিছু মনে করবেন না শায়েখ।#