আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
আজকে রাতে আমার স্বামীর সাথে কথা বলার এক পর্যায়ে রাগে আমি বলে ফেলি আমি কাল সকালে বাবার বাসায় চলে যাব।গিয়ে সিদ্ধান্ত নিব।এমন সময় উনি বলেন, "বাবার বাসায় যান,আমি দেখি ঠিক হতে পারি কিনা।ঠিক হলে আমি গিয়ে নিয়ে আসবো "অথবা ঠিক না হলে আমাকে সিদ্ধান্ত নিতে বলেছেন।এখানে সিদ্ধান্ত বলতে তালাকে কথা বলেছেন।
এমন সময় আমি বলছি, দরকার নাই আপনার ঠিক হওয়ার।তারপর তালাক হলো কিনা ভয়ে আর কিছু বলিনি।
১. এই কথার দ্বারা কি আমার কেনায়া তালাক হয়েছে? যেহেতু উনি আমাকে তালাকের অধিকার দিয়েছেন।
দয়া করে জানাবেন শায়েখ।