ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
إنْ غَسَلَ ثَلَاثًا فَعَصَرَ فِي كُلِّ مَرَّةٍ ثُمَّ تَقَاطَرَتْ مِنْهُ قَطْرَةٌ فَأَصَابَتْ شَيْئًا إنْ عَصَرَهُ فِي الْمَرَّةِ الثَّالِثَةِ وَبَالَغَ فِيهِ بِحَيْثُ لَوْ عَصَرَهُ لَا يَسِيلُ مِنْهُ الْمَاءُ فَالثَّوْبُ وَالْيَدُ وَمَا تَقَاطَرَ طَاهِرٌ وَإِلَّا فَالْكُلُّ نَجِسٌ. هَكَذَا فِي الْمُحِيطِ.
যদি কেউ কাপড়কে তিনবার ধৌত করে,এবং প্রত্যেকবার নিংড়ায়, অতঃপর কাপড় থেকে পানির ফোটা কোনো জিনিষে পড়ে, যদি তৃতীয়বার ভালভাবে নিংড়ানো হয়ে থাকে,এমনভাবে যে এরপর আর নিংড়ালে কোনো পানি বের হবে না,তাহলে কাপড় থেকে যে পানি পড়বে,সেই পানি ও কাপড় এবং হাত কোনো কিছুই নাপাক বলে বিবেচিত হবে না।আর যদি নিংড়ানো না হয়ে থাকে,তাহলে তিনবার ধৌত করার পরও কাপড় থেকে ফোট ফোটা করে পরে যাওয়া পানি নাপাক বলেই গণ্য হবে। ( ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/23740
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নিংড়ানো ব্যতিত কাপড় পবিত্র হবে না। সুতরাং অতীতে আপনার কাপড় পবিত্র হয়নি।আপনি ভবিষ্যতে জরুরীভাবে কাপড়কে নিংড়িয়ে ধৌত করবেন।
তাছাড়া ৪/৫ বার কাপড় ভালোভাবে ধুয়ে বাথরুমের হ্যাঙারে ঝুলিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়ে তারপর শুকাতে দিলে, কাপড় পাক হবে না।তবে প্রত্যেকবার হালকা ভাবে নিংড়িয়ে দিলে কাপড় পবিত্র হবে।
(২)
"আমি আমার স্বামীকে প্রায় বলি দেশে তো কিছু হচ্ছে না চলো বাইরে চলে যায়,সে যেতে ইচ্ছুক না,
বলে তুমি যাও আমার কোন সমস্যা নাই,আমিও বলি ঠিক আছে আমি চলে যাবো তোমাকে ছাড়া,বলে ঠিক আছে''
এই কথাবার্তা দ্বারা তালাক হবে না।