ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
গোসলের ফরয ১১টি।
(১) মুখ ধৌত করা।
(২) নাক ধৌত করা।
(৩) সমস্ত শরীর একবার ধৌত করা।
গোসলের ফরয
সাধারনত এ তিনটিই। কেননা সমস্ত শরীরের মধ্যে পরবর্তী সবগুলাই ঢুকে গেছে। কিন্ত
বিশেষ গুরুত্বের ধরুণ কোনো কোনো কিতাবে পৃথক পৃথক করে গননা করা হয়।
(৪) খতনাবিহীন ব্যক্তির পুরুষাঙ্গের অগ্রভাগের
চামড়া যদি খুলতে কষ্ট হয়, তবে তার ভেতরাংশ
ধৌত করা।
(৫) নাভি ধৌত করা।
(৬) শরীরের এরূপ ছিদ্রে পানি পৌঁছানো, যা বুঁজে যায়নি।
(৭) পুরুষের চুলের বেণীর ভেতরে পানি পৌঁছানো, এতে চুলের গোড়ায় পানি পৌঁছা বা না পৌঁছার কোন
শর্ত নেই। তবে মহিলার চুলের গোড়ায় যদি পানি পৌঁছে, তাহলে মহিলার
চুলের বেণীর ভেতরে পানি পৌঁছানো ফরয নয়।
(৮) দাড়ির ভেতরস্থ চামড়া ধৌত করা।
(৯) গোঁফের ভেতরস্থ চামড়া ধৌত করা।
(১০) ভ্রুর ভেতরস্থ চামড়া ধৌত করা।
(১১) যোনি মুখবরনের বহিরাংশ ধৌত করা।
কি কি কারণে গোসল
ফরজ হয় ও গোসলের ফরজ সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/3604/
গোসলের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/21252/?show=21252#q21252
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি উক্ত ময়লাটি এতো শক্ত হয়ে থাকে
যে, তার কারণে ঐ স্থানে পানি পৌছায়নি বলে আপনার
দৃঢ় বিশ্বাস হয় তাহলে আপনার ফরজ গোসল হয়নি। আর যদি ময়লাটি এমন হয়ে থাকে যে,
তা থাকাকালে পানি পৌছিয়েছে বলে আপনার দৃঢ় বিশ্বাস হয় তাহলে প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার
ফরজ গোসল হয়ে গিয়েছে।
২. ভাই-বোনদের মধ্যে হুরমত প্রমাণিত হয় না। তবে তারা একে
অপরকে উত্তেজনা বশত স্পর্শ করে থাকলে অনেক অনেক গোনাহ হবে। হুরমত সম্পর্কে
বিস্তারিত জানুন- https://ifatwa.info/51620/?show=51620#q51620