আসসালামু আলাইকুম,
অনেকদিন আগে ফেসবুকে এক ব্যাক্তির একটি উক্তি খুব ভাইরাল হয়,
উক্তিটি এইরকম ছিল
"তোমার এলাকা ছাইড়া যাচ্ছি।তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে হউক । আমি অনেক কিছুই ছাইড়া আসা লোক"
অথবা এইরকম ও হতে পারে উক্তিটি
"তোমার এলাকা ছাইড়া যাচ্ছি।ছাড়ার ফিলিংস হচ্ছে ,হউক । আমি অনেক কিছুই ছাইড়া আসা লোক"
দুইটার মধ্যে যে কোন একটা হবে। উপরোল্লিখিত এই দুই উক্তির মধ্যে পার্থক্য হলো একটার মধ্যে "তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে " পরেরটায় " ছাড়ার ফিলিংস হচ্ছে " এখানে তোমাকে উল্লেখ নাই।
আমরা অনেকেই জেনে না জেনে এই ডায়লগ টা নিয়ে অনেক আলোচনা ,ট্রল বা বন্ধুদের মাঝে দুষ্টুমি করি। যতটুকু মনে পড়ে স্ত্রীকে উদ্দেশ্যে করে কখনো এই কথা বলা হয়নি । আর যেহেতু কেনায়া সম্পর্কে আইডিয়াই ছিলোনা তা@## কথা মনেই হয়নি কখনো।
এই উক্তি টা কি কেনায়া বাক্য?
যতটুকু মনে পড়ে দুষ্টুমি করার জন্যেই আলোচনা হত বন্ধুদের সাথে এবং স্ত্রীকে উদ্দেশ্যে করে বলা হয় নি অনেকটাই নিশ্চিত। স্ত্রীর সাথে এই উক্তি নিয়ে আলোচনা হয়েছে কিনা মনে পড়ছে না। কেনায়া জানার পর থেকে মনে সন্দেহ ঢুকে গেছে । একটু জানাবেন দয়া করে।টেনশন হচ্ছে খুব।