ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
আপনার জবের যদি টাইম নির্দিষ্ট থাকে,তাহলে এক্ষেত্রে নির্ধারিত টাইমে আগেই কাজ শেষ হলে আপনি কর্তৃপক্ষের অনুমতি/সমর্থন স্বাপেক্ষে ব্যাক্তিগত কাজ করতে পারেন।
তবে তারা যদি এটি নিষেধ করে দেন,তাহলে ঐ সময়ে ব্যাক্তিগত কাজ করা যাবেনা।
(০২)
নিঃস্বার্থভাবে, বিনিময় ছাড়া, চাওয়া ব্যতীত ও সতস্ফুর্তভাবে নিজেদের মধ্যে যে আদান প্রদান হয় তাই হাদিয়া।
আল্লাহর রাসূল সা. বলেন, তোমরা পরস্পর হাদিয়ার আদান-প্রদান করো, তাহলে মহাব্বত বৃদ্ধি পাবে। (ইমাম বুখারী রচিত আদাবুল মুফরাদ, হা/৫৯৪)
আল্লাহ তায়ালা বলেন, তারা যদি খুশি হয়ে তোমাদেরকে দিয়ে দেয়, তাহলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। (সূরা নিসা আ/৪)
আল্লাহ তাআলা এখানে খুশি হয়ে দিলে তা ভোগ করার জন্য বলেছেন। এটিই হাদিয়া।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি তাদের হাদিয়া নিতে পারবেন।
এতে কোনো সমস্যা নেই।
(০৩)
হ্যাঁ, অবৈধ কোনো পন্থা অবলম্বন না করা হলে এটি জায়েজ হবে।
(০৪)
এমন দোয়া করা যাবেনা।
তবে রোগ মুক্তির দোয়াতে যদি ইসলামের দিকে ধাপিত করা উদ্দেশ্যে থাকে, তাহলে জায়েয।
যেমন- তার সামনে যদি আল্লাহর নিকট দোয়া করা হয় এবং সে দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাহলে হয়তবা সে ইসলাম গ্রহণ করবে।,বা ইসলামের প্রতি তার মন আকৃষ্ট হবে।
বিস্তারিত জানুনঃ-