আসসালামু আলাইকুম উস্তায
১/ পাত্র,পাত্রীর বাবা এবং ভাই এর উপস্থিতি তে যদি কথা প্রসঙ্গে পাত্রের প্রস্তাবের উত্তরে পাত্রী বলে "আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ" । তবে কি তাদের বিয়ে হয়ে যাবে ইন শা আল্লহ?
নাকি পাত্রীর বাবা এবং ভাই ছাড়া আরোও ২ জন সাক্ষীর প্রয়োজন পড়বে এতে?
২/তালাকের জন্য কেনায়া শব্দ কোনগুলো?
২ টো প্রশ্নের উত্তরই বিস্তারিত জানালে মুফিদ হয় ইন শা আল্লহ