১। কিছু ভিডিও গেম রয়েছে যেগুলাতে ইয়গা বা যোগব্যায়াম করা যায় কেউ জুদি এসব গেম খেলে তাহলে এর দ্বারা কুফর শিরক হবে কি ? বা এগুলা খেলার পর সেই মানুষের ঈমান যাবে কি ?
২। কিছু গেম রয়েছে যেগুলাতে খারাপ কিছু থাকার পাশাপাশি ভাল কিছু জিনিস থাকে যেমন কেউ বিপদে পরলে তাকে বাঁচানো আবার কোন মানুষ সাহায্য চাইলে তাকে অর্থ বা ডলার দিয়ে সাহায্য করা এগুলা গেম এ এরকম ভাল কাজ করলে কি এগুলা যে খেলবে সে কি কোন নেকি পাবে কি বা যে মানুষ এই গেম খেলতিসে তার কোন সওয়াব হবে কি ?
৩। এমন কি কোন মোবাইল , কম্পিউটার বা অন্য কোন ডিভাইস এ এমন কোন গেম কিছু কি রয়েছে যা ইসলাম এর শরীয়ত মতে হালাল হবে খেলা ?