আসসালামুআলাইকুম। ইউনিলিভার ও ইন্ডিয়া আমেরিকা,ফ্রান্স এসব দেশের পন্য ব্যবহার করা জায়েঝ কিনা!
যেহেতু এগুলোর অল্টারনেটিভ অনেক পন্য রয়েছে!
ইমানি দায়িত্ব কি এক্ষেত্রে!
কেউ ক্রয় ও ব্যবহার করলেও গুনাহগার হবেন কিনা!
পন্যের গায়ে ইনগ্রডিয়েন্টস এর জায়গায় হারাম কোনো কিছুর উল্লেেখ না থাকলে সেটিকে কি হালাল পন্য জেনে ব্যবহার করব! নচেৎ হালাল কিভাবে জানব?