বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
জরুরত ব্যতীত মহিলা বাহিরে যাবে না।বরং ঘরের ভিতর অবস্থান করবে।
জরুরতে সমস্ত শরীর ঢেকে মহিলা ঘরের বাহিরে যেতে পারে।অর্থাৎ হেজাব পরিধান করে যাবে।
বর্তমান ফিতনার যামানায় হাত পা খোলা রাখা যাবে না।
সুতরাং সেটা হাত মোজা পা মোজা দ্বারা হোক,বা অন্য কিছুর মাধ্যেমে হোক,গায়রে মাহরাম এর সামনে গেলে বা বাহিরে বের হলে চেহারা, হাত,পা ঢেকেই যেতে হবে।
এমনকি ছাহাবায়ে কেরামদের যুগে নারীগন ইহরাম অবস্থাতেও হাত মোজা পরিধান করতেন।
হাদীস শরীফে এসেছেঃ-
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. মহিলাদেরকে ইহরাম অবস্থায় চামড়ার মোজা এবং পাজামা পরার অনুমতি দিতেন। তিনি বলেন, ছফিয়্যা রা. চামড়ার মোজা পরিধান করতেন, যা ছিল তাঁর হাটু পর্যন্ত।
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস : ১৫৯৬৯, ১৫৯৬৫)
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, মহিলাগণ ইহরাম অবস্থায় হাত মোজা এবং পাজামা পরিধান করতে পারবে।
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৪৪৪০)
বিখ্যাত তাবেয়ী কাসিম ইবনে মুহাম্মাদ রাহ. বলেন, ইহরাম গ্রহণকারিনী হাত-মোজা ও পায়জামা পরিধান করবে।
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৫৯৬৮)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে পায়ে লম্বা মোজা পরে ওই জামা কাপড় গুলো ঢিলেঢালা হলে ও শালিন হলে পড়তে পারবেন।
জামার উপরে বোরকা পড়ে নিবেন,তাহলে আর কোনো সমস্যা হবেনা।