আসসালামু আলাইকুম
আমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে ২ বছর আগে দ্বীনে ফিরেছে। ছেলে এমনিতে চারিত্রিক দিক থেকে ভালো,যেমন স্মোকিং করে না,টিভি-মিউজিক দেখে না,হারাম সম্পর্ক নেই,৫ ওয়াক্ত সালাত পড়ে,রাত জেগে ইবাদাতও করে। আর কথাবার্তায় মনে হলো টুকটাক আমলও ঠিকমতো করে।
কিন্তু উনি মিলাদুন্নাবী, চল্লিশা,বিভিন্ন কারণে মিলাদ দেওয়া এসব বিদআত পালন করে ( এগুলো ছাড়তে নারাজ) এবং পাকিস্তানি কোন এক পীর ড. সুলাইমান মিসবাহির মুরিদ। ওনার আক্বীদা কি সহীহ?
এখন আমার প্রশ্ন হচ্ছে এমন ছেলেকে বিয়ে করা কি ঠিক হবে? ( ছেলে সুন্নি এবং হানাফি মাজহাবের।)