বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে,
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى الْخَزَّازُ الْبَصْرِيُّ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ "
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দান-খাইরাত আল্লাহ তা'আলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে।(তিরমিজি ৬৬৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
দান সদকাহ করা অত্যান্ত সওয়াবের কাজ। বিশেষকরে বালামুসিবত কে দূর করে, সুতরাং আপনি আপনার নানার জন্য সদকাহ করবেন।এটা নাজায়েয নয়।
(২)
জ্বী, জানের সদকাহ হিসেবে মুরগি দান করা যাবে।
(৩)
আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে অনেক ফুকাহায়ে কেরাম যথেষ্ট মনে করেন। হ্যা, সরাসরি ঐ ব্যক্তির কাছে ক্ষমা চাইতে পারলে সেটা অবশ্যই উত্তম।