আসসালামু আলাইকুম। পরীক্ষা সংক্রান্ত অনেক প্রশ্ন থাকলেও আমার পরিস্থিতি একটু অন্য রকম হওয়ায় প্রশ্ন করছি।
আমি এস এস সি পরীক্ষা দিচ্ছি এবার।আমি পরীক্ষায় কখনোই কাউকে জিজ্ঞেস করি না বা কেউ জিজ্ঞেস করলেও বলি না,যেহেতু এটা সঠিক নয়।সম্প্রতি রসায়ন পরীক্ষায় আমি একটি গাণিতিক হিসাব কয়েকবার করেও মিলাতে পারছিলাম না।পরে আমি যথেষ্ট নিশ্চিত হয়ে পড়েছিলাম যে প্রশ্নে ভুল আছে।সাধারণত বোর্ড প্রশ্নে ভুল থাকে না কিন্তু গত গণিত পরীক্ষায় দুইটা ভুল ছিল বলে ভেবেছি এটাতেও ভুল আছে।এ ব্যাপারে নিশ্চিত হতে আমি পরীক্ষাকেন্দ্রের শিক্ষিকাকে এ বিষয় জানিয়ে বলি যে উনি সবাইকে জিজ্ঞেস করবেন কিনা যে অন্যদের ও একই সমস্যা হচ্ছে কিনা আর প্রশ্ন ভুল কিনা।আমি ভেবেছিলাম সবাই বলবে ভুল।আমি চাইলেই পাশের মেয়েকে জিজ্ঞেস করতে পারতাম কিন্তু পরীক্ষায় সৎ থাকার জন্যে আমি এমন না করে শিক্ষিকাকে বলি।উনি কোনো পদক্ষেপ নেন নি,চুপচাপ চলে গেছেন,যাতে আমি নিজে আরেকটু চেক করি।আমি বসতে গিয়েই পাশের মেয়ে বলে উঠলো প্রশ্নটা তো ঠিক ই আছে(আমি ওকে জিজ্ঞেস করি নি,ও আমাদের কথোপকথন শুনেছিল)।তখন এটা শুনে আমি আবার মনোযোগ দিয়ে নিজের ভুল পাই আর সমাধান লিখে ফেলি।
এখন আমার অনুশোচনা হচ্ছে যে ওই প্রশ্নের উত্তর তো আমি ভুল করেছিলাম আর মেয়েটার কাছে না শুনেই আমি যদি আরেকটু খেয়াল করতাম,আমি পারতাম নাইলে মার্ক্স যেতো।কিন্তু শুনে ঠিক করেছি,তাহলে তো পরীক্ষায় এক প্রকার নকল ই হলো।এসব আমার বুঝার আগেই ঘটে গেছে,আমি সবসময় আমার ১০০% দিয়ে পরীক্ষায় লেখি,কখনো যাতে পরীক্ষায় ছোট নকল ও না হয় সেই চেষ্টা করি।কিন্তু এবার এই ভুল হয়ে গেলো।এখন এই রেজাল্ট আমার সামনে পড়াশুনার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে।কিন্তু যেই ২ মার্ক্স এ এমন কলঙ্ক লেগে আছে সেটা তো আমি এখন মিটাতে পারছি না।এখন আমি তওবা করেছি।এটাই কি যথেষ্ট হবে নাকি আমার আগামী উচ্চতর গণিত পরীক্ষায় আমি ২ মার্ক্সের প্রশ্ন উত্তর না দিয়ে চলে আসবো?যাতে রসায়নে যেই ২ মার্ক্স পেয়ে গিয়েছি,সেটা উচ্চতর গণিতে কমিয়ে ফেললে মোট সংখ্যা একই থাকে।প্রশ্নটা কিন্তু আমি নিজেই সমাধান করেছি,আমার ভুলটা ওই মেয়ের বলার কারণে আমি ধরতে পেরেছিলাম কিন্তু সমাধান আমিই করেছি।উচ্চতর গণিতে আমার পূর্ণ ৪৫ নম্বর পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই ২ মার্ক্স যদি যায়,আমি অনেক পিছিয়ে পড়তে পারি কেননা অনেক স্টুডেন্ট এটাতে ভালো করবে।এতে আমার কোনো ভালো কলেজে চান্স ও ছুটে যেতে পারে বা বৃত্তি ছুটতে পারে।তারপরও যদি এটাই করা উচিৎ হয় আমি করবো।অনেক দ্বিধা দন্দ্বে ভুগছি যে এই কাজ টা করা উচিৎ কিনা।কাউকে জিজ্ঞেস করলে এটাই বলবে যে এমন না করতে,মার্ক্স কমে যাবে।কিন্তু আপনি আল্লহর বিধান অনুসারে আমাকে সমাধান দিবেন ইনশাআল্লাহ। তাই প্রশ্ন করলাম।আমি চাই আমার চিকিৎসা জীবনের ইনকাম হালাল থাকুক(ডাক্তার হতে চাই তাই),তাই এই পরীক্ষার নাম্বার সম্পূর্ণ সৎ থাকা দরকার মনে করছি।
সময় নিয়ে পড়ার জন্য জাযাকাল্লাহু খইরন শায়খ।