আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
176 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আসসালামু আলাইকুম
খুবই সামান্য রক্ত যা গড়িয়ে পড়ে না, বের হলে অযু ভাঙ্গবে?

1 Answer

0 votes
by (603,060 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
রক্ত বের হলে অজু ভঙ্গ হবে কি না? সম্পর্কে উলামাদের মাতবিরোধ রয়েছে- হানাফি মাযহাবের সিদ্ধান্ত হল,অজু ভেঙ্গে যাবে।
(ومنها) ما يخرج من غير السبيلين ويسيل إلى ما يظهر من الدم والقيح والصديد والماء لعلة وحد السيلان أن يعلو فينحدر عن رأس الجرح. كذا في محيط السرخسي وهو الأصح. كذا في النهر الفائق. الدم إذا علا على رأس الجرح لا ينقض الوضوء وإن أخذ أكثر من رأس الجرح. كذا في الظهيرية والفتوى على أنه لا ينقض وضوءه في جنس هذه المسائل. كذا في المحيط.
প্রস্রাব পায়খানার রাস্তা ব্যতীত শরীরের অন্য কোনো অঙ্গ থেকে রক্ত বের হয়ে প্রবাহিত হলে,অজু ভেঙ্গে যাবে।প্রবাহিত হওয়ার ব্যখ্যা হল,যখমের মুখ থেকে রক্ত পুজ ইত্যাদি অন্যত্র পড়িয়ে যাওয়া।তবে যদি রক্ত শুধুমাত্র যখমের মুখে দাড়িয়ে থাকে,তাহলে এদ্ধারা অজু ভঙ্গ হবে না।এমনকি যখমের মুখের আশপাশ অংশে যদি রক্ত দাড়িয়ে থাকে,তাহলেও অজু ভঙ্গ হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণ অনুযায়ী অজু ভঙ্গ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...