বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রক্ত বের হলে অজু ভঙ্গ হবে কি না? সম্পর্কে উলামাদের মাতবিরোধ রয়েছে- হানাফি মাযহাবের সিদ্ধান্ত হল,অজু ভেঙ্গে যাবে।
(ومنها) ما يخرج من غير السبيلين ويسيل إلى ما يظهر من الدم والقيح والصديد والماء لعلة وحد السيلان أن يعلو فينحدر عن رأس الجرح. كذا في محيط السرخسي وهو الأصح. كذا في النهر الفائق. الدم إذا علا على رأس الجرح لا ينقض الوضوء وإن أخذ أكثر من رأس الجرح. كذا في الظهيرية والفتوى على أنه لا ينقض وضوءه في جنس هذه المسائل. كذا في المحيط.
প্রস্রাব পায়খানার রাস্তা ব্যতীত শরীরের অন্য কোনো অঙ্গ থেকে রক্ত বের হয়ে প্রবাহিত হলে,অজু ভেঙ্গে যাবে।প্রবাহিত হওয়ার ব্যখ্যা হল,যখমের মুখ থেকে রক্ত পুজ ইত্যাদি অন্যত্র পড়িয়ে যাওয়া।তবে যদি রক্ত শুধুমাত্র যখমের মুখে দাড়িয়ে থাকে,তাহলে এদ্ধারা অজু ভঙ্গ হবে না।এমনকি যখমের মুখের আশপাশ অংশে যদি রক্ত দাড়িয়ে থাকে,তাহলেও অজু ভঙ্গ হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণ অনুযায়ী অজু ভঙ্গ হবে না।