আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১,আমি ও আমার স্ত্রী দূরে থাকি,সে ডেন্টালে পড়াশুনা করে।আমি সপ্তাহান্তে দেখা করতে যাই। আমি মোটামুটি নিশ্চিত এই অবস্থায় বাচ্চা নিলে সে একা মানুষ করতে পারবেনা,মানে সঠিক ইসলামিক তরবিয়ত দিতে পারবেনা।আবার আমি যদি ফুলটাইম সময় দেই তাহলে আমি পড়াশুনা করতে পারবনা।আর আমার পড়াশুনার নিয়ত মাকসাদ ও সবকিছু দ্বীনের জন্য সমর্পিত করার পরিকল্পনা রয়েছে।
এমতাবস্থায় ৪/৫ বছরের জন্য কন্ডম জাতীয় জন্মনিরোধক ব্যবহার জায়েজ আছে?
উল্লেখ্য যে আমাদের বিবাহ এর খরচাপাতি ধার দেনা করে হয়েছে,আমার ইনকাম খুব ই স্বল্প যা দিয়ে আমাদের দুজনের মৌলিক চাহিদা পূরন সম্ভবনা।
আমরা আমাদের পিতামাতার উপর এখনো নির্ভরশীল।
২,দারিদ্রতার ভয় নিয়ে বাচ্চা নেয়া বন্ধ করা যাবেনা,এখানে দারিদ্যতার ভয় বলতে কি বুঝাচ্ছে?
ক, এমন যে আমার অনেক সম্পদ আছে বাচ্চা নিলে সম্পদ কমে যাবে এমন ভয়?
খ,আমাদের মোটামুটি সম্পদ আছে,সঞ্চয় নেই, আয় যতটুক ব্যয় ততটুক।কিন্তু বাচ্চা নিলে ব্যয় বেড়ে যাবে।তখন কি হবে,এমন ভয়?
গ,আমাদের এমন সম্পদ আছে যে আমাদের মৌলিক চাহিদা পূরণে টানাটানি হয়,এমতাবস্থায় বাচ্চা নিলে কি হবে,এমন ভয়?
ঘ,আমাদের এমন সম্পদ আছে এত কম যে আমরা অন্যের উপর নির্ভরশীল (উপরে বর্নিত,আমার মত অবস্থা) তখন বাচ্চা নিলে কি হবে,এমন হবে?
৩, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন উপভোগের জন্য কিছুদিন বাচ্চা নেয়া অফ রাখলে তা বৈধ হবে কি
৪,আমার স্ত্রীর ধরুন ৩ টা বাচ্চা হয়ে গেছে এরপর আর নিতে চাচ্ছিনা(দারিদ্রতার ভয়ে নয়)। এম্নিতেই নিতে চাইনা, বেশি বাচ্চা ভাল লাগেনা টাইপ, এত কিভাবে মানুষ করব,এটা কি জায়েজ?
৫,বেশি বাচ্চা নিলে দেশের সীমিত এলাকায় জনসংখ্যা বাড়বে, এলাকাত বাড়ছেনা।আর এটা আগের মত সাম্রাজ্য সম্প্রসারণ টাইপ রাষ্ট্র নয়।এসব ভেবে কম রাখা যাবে কি?
৫, দারুল হারবে ঈমান ও জান মালের ভয় থাকলে বাচ্চা নেয়া ঠিক হবে কি?
৬,আল্লাহ তা'য়ালা সামর্থ্য থাকলে বিয়ে করতে বলেছেন,অথচ বাচ্চা নেয়ার ক্ষেত্রে সামর্থের কথা বলেন নি কেন
৭, স্ত্রী স্বামীকে অসন্তুষ্ট কে ঘুমায় তাহলে ফেরেশতারা অভিশাপ দেবে, স্বামী যদি স্ত্রীর ওপর জুলুম করে এমন একটা কাজ করে যাতে স্ত্রীর অন্তরে অত্যন্ত আঘাত লাগে অথবা তাদের মধ্যে এমন একটি ঝগড়া হয় যাতে উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে সঠিক এরকম মনে হয়। এমতাবস্থায় স্ত্রী এবং স্বামী উভয় যদি একে অপরের উপর অসন্তুষ্ট হয়ে সময় অতিবাহিত করে এবং অভিমান করে থাকে, এর মধ্যে যদি রাত অতিবাহিত হয় তাহলে কি স্ত্রী গুনাহগার হবে?