ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
لَّا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ ۖ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ
দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সুক্ষদর্শী, সুবিজ্ঞ।(সূরা আন'আম-১০৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ আল্লাহর মত।এবং আল্লার সৃষ্টিজীব তথা আমরা আমাদেরই মত। সুতরাং আমরা আমাদের গন্ডির ভিতর থেকে আমাদের মত করে আল্লাহকে চিন্তা করলে হবে না। বরং আল্লাহ আল্লাহর মতই।
সুতরাং আল্লাহ ছোট না বড়? এমন চিন্তা করা যাবে না।