দয়া করে যদি আমার ৫ টি জবাব দেন অনেক উপকৃত হবো, আমি অনেক চিন্তায় আছি, প্লিজ।
১. মোবাইল স্কিনে নাপাক থাকা অবস্থায় কোরআন, হাদীস ইত্যাদি অন করলে কি কুফরি হবে?
২. গত কাল আমার মোবাইল হাত থেকে বাথরুমের ফ্লোরে পরে পানি লেগে যায়, তার পর তা শুকনো কাপড় দিয়ে মুছে নেই। পাক পদ্ধতি জানতাম না, তখন আমি ifatwa এ আমার কতা একটি প্রশ্ন অপেন করে ফেলি। তখন কি খেয়ালে অপেন করেছিলাম তা মনে ছিলো না, তার পর স্কিন স্কল করে এটার জবাব দেওয়া হয়েছে কি না দেখেই, বেরিয়ে আসি। এই খানে "ইনশাআল্লাহ" সহ বিভিন্ন ইসলামিক শব্দ ছিলো। এতে কি আমার কুফর হবে?
৩.একবার আমি পার্লারের ব্যবসা জায়েজ বলে একজনের সাথে তর্ক করেছিলাম। যুক্তি দিয়েছিলাম ওয়াইফাই এর ব্যবসার আলোকে, যে সে সাজিয়ে দিচ্ছে এখন যে পরপুরুষ এর সামনে যাবে গুনাহ তার। পরে এই সাইটে সত্যটা বুঝতে পারি, এবং তওবা করি ওই দিনের জন্য। ওই দিনের সেই তর্কের জন্য কি কুফর হবে?
৪. আমার বউ জিগ্যাস করলো যে, মহিলারা নিজের উপর কিভাবে তালাক নেয়, আমি জানি ও কিছু বদমেজাজি, তাই বলেছিলাম, "এটা জানার দরকার নাই তোমার/এটা জানা লাগতো না তোমার " এতে কি ইমানে সমস্যা হবে আমার?
৫. আজকে তা*কের কথা ভাবতেছিলাম মনে মনে যে এভাবে যদি বউ কে বলে দেই যে তিন তা** তবে কি হবে?কল্পনা করতেছিলাম। ভাবার সাথে সাথে মনে হলো কি সব ভাবতেছি, তখন শয়তানকে উদ্দেশ্য করে, "ধূর যা" বলতে গিয়ে মাথা নাড়িয়ে ফেলি।তা**কের ভাবনা চলাকালীন এভাবে মাথা নাড়ালে কি তা পতিত হবে?
৬. পঞ্চম প্রশ্ন লেখায় কি পরিবারে কোনো সমস্যা হবে?