ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)স্বামী যদি বলে "কথা বলার ইচ্ছা নাই" এটি কেনায়া বাক্য হবে না।
(২)স্বামী যদি বলে "আর মেসেজ দিও না" এটাও কেনায়া বাক্য হবে না।
(৩) স্বামী যদি স্ত্রীকে রাগের সময় এবং মনে তালাকের কথা ভেবে স্বামী যদি মুখে বলে "আমাকে দিয়ে এমন কথা বলাইও না যেটা তুমি শুনতে চাও না" এটি বলাতেও তালাকের মজলিস হবে না।
(৪)স্বামী যদি বলে "আমাকে দিয়ে এমন কথা বলাইও না যেটা তুমি শুনতে চাও না" এই কথায় স্বামীর তালাকের উপর ধমক দেওয়া বুঝায়।
(৫)তুমি অন্য কাউকে বিয়ে করতে পারতা- এটি কেনায়া বাক্য নয়।
এটি বলায় স্ত্রী তালাকের অধিকার পাবে না।