আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারহকাতুহ।আমার একটি ছেলে বিড়াল আছে ও ছোটবেলা থেকেই আমার কাছে আছে, কিছুদিন আগে ও বাহিরে অন্য বাড়িতে যায় তখন রাস্তার একটা বড় বিড়াল ওকে খুব মারে যার ফলে ওর লেজ এ সমস্যা হয় মানে প্রায় মরে যাবে এমন অবস্থা,তাই ওকে বাহিরে যেতে দেই না,কিন্তু ওদের হীট আসলে খুব ডাকাডাকি করে ঘরের যেখানে সেখানে প্রসাব করে দেয়, মানুষের গায়ে করে দেয় কিন্তু নিউটার করালে ওরা শান্ত হয়ে যায় বাহিরে যায় না, ঘরেই অবস্থান করে উপরক্ত সমস্যা গুলো হয় না। আর ও যেহেতু পালিত বিড়াল ওকে যদি ছেড়ে দেই তাহলে ও বাহিরে নিজেকে মানিয়ে নিতে পারবে না যার ফলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি,
তাই ওর এইভাবে যেখানে সেখানে প্রসাব না করা, মানুষের গায়ে প্রসাব বা করা, বাহিরের ক্ষতিকারক পরিবেশ থেকে রক্ষা করা এইসকল নিয়তে আমার বিড়ালের নিউটার করানো জায়েজ হবে কি??