আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
আমার এক পরিচিত বোন তার ব্যাক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, আমি তার প্রশ্ন গুলা নিচে উল্লেখ করলাম।
সে বেদ্বীন পরিবারে বড় হয়েছে, তারপর আল্লাহর দয়ায় সে হেদায়েতের আলো পেয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু তার পরিবার সেটা মানতে নারাজ, পর্দার ব্যাপারে তাকে এখনো নানা রকম কথা শুনতে হয়।
প্রায় দেড় বছর আগে তার সাথে তার চাচাতো ভাই এর বিয়ের কথা হচ্ছিলো, তখন তার ভাই তাকে পর্দার জন্য সাহায্য করবে বলেছিলো আর সেও তখন সদ্য দ্বীনে ফেরা ছিলো উৎসাহে আগ পিছ না ভেবে বিয়েতে রাজি হয়েছিলো, আর বলেছিলো যে ২ বছর পর বিয়ের করবে এই দুই বছরে ২ জনই শিখবে,
কিন্তু এই দুই বছরে সেই বোনের ডিসিশন চেঞ্জ হয়ে যায় কিছু কারনে-
যেহেতু সেই বোন বেদ্বীন পরিবারে বড় হয়েছে তাই সে পরিপূর্ণ একটা দ্বীনদান পরিবার চায় যেখানে তাকে স্নেহ করে দ্বীনের ব্যাপারে শিখাবে।আর এমন জীবনসঙ্গী চায় যার দ্বীনের কল্যানকর গভীর জ্ঞান এবং সেই অনুযায়ী আমল থাকবে যেনো সেই তার শিক্ষক হতে পারে।সেটা জেনারেল থেকে ফেরত দ্বীনিদারও হতে পারে বা মাদরাসা ব্যাকগ্রাউন্ডের।
কিন্তু তার সেই ভাই এর ব্যবহার ভালো,নামাজী,মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু তার পরিবারের পর্দা নামাজ নিয়ে সমস্যা নেই তবে তারা অন্যান্য ব্যাপার যেমন গীবত, মিথ্যা, পরনিন্দা, হক্বের ব্যাপারে সচেতন না তাই বোনটির ইচ্ছা নেই বিয়ে করার।
বোনটির পরিবারের সবাই রাজি এবং সেই ছেলের পরিবারেরও সবাই রাজি শুধু রাজিনা সেই বোন একাই।
যেহেতু সেই বোন ছোট থেকেই তাকে ভাই হিসেবে দেখে আসছে আর পরিবারের সাথে মিশেছে, সব মিলিয়ে তার কিছুতেই ওই ছেলের প্রতি এখন মন টানে না,একজন হাজবেন্ড হিসেবে যেমন অনুভূতি কাজ করার কথা সেটা সেই ভাই এর প্রতি আসবে না এবং ওই পরিবারেও। তাছাড়া সেই ছেলের ছোট ভাইয়ের প্রতি তার একটা ফিতনা কাজ করত আগে, সেই বোন এই ভয়ও পাচ্ছে যে বিয়ের পরও যদি এমন কোনো ফিত্নায় পরে যায়,তাহলে তো হক্ব নষ্ট হবে। এবং গুনাহও হবে।যার কারনে সেই ছেলে ভালো হলেও তার কোনো ইচ্ছা নেই এই বিয়েতে।
এবং ইস্তেখারা করেও কিছু বুঝতে পারছেনা।
সে ভয় পাচ্ছে সবাই রাজি শুধু তারই ইচ্ছা নাই পরবর্তীতে যদি অন্য কারো সাথে বিয়ের পর কিছু হয় তাহলে সবাই তাকেই দোষারোপ করবে।সে কোনদিকে যাবে কিছুই বুঝতে পারছেনা,নিজের ইচ্ছাকে প্রাধান্য দিবে নাকি পরিবারের মতে বিয়ে করবে।
এই মুহূর্তে তার জন্য উত্তম পরামর্শ দরকার ইন শা আল্লাহ