আগে এই দুইটা প্রশ্ন দেখবেন দয়া করে।
১ম প্রশ্নঃ
https://ifatwa.info/55028/?show=55054#c55054
২য় প্রশ্নঃ
https://ifatwa.info/56083/?show=56087#a56087
প্রথম প্রশ্নের জবাব পাওয়ার পর অতীতের সব কথা আমি মন থেকে দূর করে ফেলি এবং ভবিষ্যতে এধরনের কথা না বলার জন্য খুব সতর্ক থাকি। কিন্তু সতর্ক থেকেও কিছু ঘটনা ঘটে যায়। যেহেতু ঘটনা গুলো, ফায়সালা হওয়ার পরের তাই আমি আবার এই ওয়েব সাইটে প্রশ্ন করি। প্রথম বার ফায়সালা হওয়ার পরে অতীতের যে কথা গুলো বলেছিলাম সেগুলো আবার এখন মনে পড়ছে। মনে হচ্ছে,নতুন করে প্রশ্ন যখন করলিই, অতীতের কথাগুলো বললি না কেন?
আমি ১ম প্রশ্নের উত্তরের শেষ অংশ টা ভুল বুঝছি কিনা মনের মধ্যে সন্দেহ হচ্ছে,আরেকটু পরিষ্কার করে দিলে খুব ভাল হত আমার জন্য। ফায়সালা যেদিন হয়েছে তার আগের নতুন কথা মনের মধ্যে উদ্রেক হলে সেই বিষয়ে প্রশ্ন করা যাবে না। কিন্তু ফায়সালা হওয়ার পরে নতুন করে কিছু বললে তা কি হুজুরের কাছে বলতে হবে?
সেক্ষেত্রে কি ফায়সালা হওয়ার পরে যে কথা বলেছি সেই বিষয়টি বলার সাথে সাথে ফায়সালার আগের যে কথাগুলো,ফায়সালা হওয়ার পরে মনে হয়েছিল সেগুলো বলতে হবে?আমাকে ক্ষমা করবেন হুজুর। আমি নিজে কিছু বুঝতে গেলে মনে হচ্ছে ভুল বুঝছি।
অতীতের কথা হলঃ প্রায় ৪ বছর আগের কথাঃ
১।আমার স্ত্রী একটা অপরাধ করেছিল। আমি ওর উপর রেগে ছিলাম। ফোন করে আমার শ্বাশুড়ি আমাকে বলে "তুমি কি ওকে নিবা না?"
আমি উত্তর দিয়েছিলাম" না"
এতদিন আমার মনে হচ্ছিল আমি ভবিষ্যত নির্দেশ করে কথাটি বলেছিলাম। এতদিন মনে হচ্ছিল, আমি নেবো না বলতে বুঝাতে চেয়েছি আমি তা... ক দেবো। এখন আবার নিয়ত নিয়ে সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে আসলেই কি এটাই বুঝাতে চেয়েছি?ঘটনাটি ৩/৪ বছর আগের। মনের মধ্যে কি ছিল আর কি ছিলনা তা মনে পড়ছে না।
২। আমি আমার আব্বাকে বলেছিলাম" আমি তোমার বউমাকে তা...ক দেবো।" সন্দেহ হচ্ছে একথাটি বলেছিলাম কিনা" আমি ওকে নিবো না"। তবে আমি সেদিন ভবিষ্যৎ এর কথায় বলেছিলাম বলে মনে হচ্ছে।
৩। আমি আমার স্ত্রীর জন্য প্রতিদিন চিঠি লিখতাম,কারন আমি বাড়ি থাকতাম না।চিঠি গুলো জমিয়ে রাখতাম।বাড়ি গেলে।সব নিয়ে।যেতাম।রাগ করে মেসে থাকার।সময় সব চিঠি পুড়িয়ে ফেলেছিলাম, আর অনেক কথাও বলেছিলাম। কিন্তু কি কথা বলেছিলাম স্পষ্ট মনে নাই। মনে হচ্ছে এরকম বলেছিলাম" আগুন যেভাবে কাগজ গুলোকে পুড়িয়ে দিচ্ছে,আমার মন টাকে তুমি সেভাবে পুড়িয়ে দিয়েছে"। আরো কিছু বলেছিলাম,কিন্তু অনেক দিন আগের কথাবলে কিছু মনে পড়ছে না।