জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পরীক্ষায় সফলতার জন্য আল্লাহ রহমত অপরিহার্য বিষয়। আর কোনো কাজে আল্লাহ তাআলার রহমত তখনি আসে যখন বান্দার পক্ষ থেকে চেষ্টা ও দোয়া থাকে।
এ জন্য পরীক্ষায় সুফল লাভের জন্য চেষ্টা যেমন প্রয়োজন, তেমনি আল্লাহ তাআলার রহমত ও বরকতের জন্য তার সাহায্য প্রার্থনা করা আবশ্যক।
সুতরাং পরীক্ষায় কামিয়াব হতে হলে পরীক্ষার্থীদের প্রথমেই অলসতা ত্যাগ করে নিজের সাধ্যানুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে।
আল্লাহর উপর ভরসা করতে হবে, তিনিই সকল কাজে সফলতা দান করেন,
আল্লাহ তাআলা বলেন,
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ
‘যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট।’ (সূরা ত্বলাক : ৩)
হাদীস শরীফে এসেছেঃ-
হুযায়ফা রাযি. বলেন,
كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ صَلَّى
‘রাসূলুল্লাহ ﷺ যখন কোন সংকটে পড়তেন, তখন নামাজে রত হতেন’। (আবু দাউদ ১৩১৯)
সুতরাং পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য চেষ্টার পাশাপাশি “সালাতুল হাজত” পড়ে মহান আল্লাহর নিকটে বিনয়ের সাথে দোয়া করতে হবে।
প্রয়োজনে প্রত্যেক দিন এই আমল করা যেতে পারে।
পড়তে বসা ও উঠার সময় দরুদ শরীফ পাঠ করা যেতে পারে।
আরো আমল জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
পরীক্ষায় A+ পাওয়ার জন্য উক্ত আমল গুলি করার পাশাপাশি সর্বোচ্চ মেহনত করতে হবে,ও তদনুযায়ী পরীক্ষায় লিখতে হবে।
হাতের লেখা সুন্দর করতে হবে।
তাহলে ইনশাআল্লাহ সফল হওয়া যাবে।