আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
ধরেন কোন স্ত্রী মেসেজে বলল এতটুকুতে ভাল না লাগলে ছেড়ে দাও বা তালাক দাও।এর পর স্বামী যদি বলে তুমাকে লাগবে না অথবা তুমাকে চাই না।ধরেন চলে যাও এমনটা বলে নি।তুমাকে লাগবে না অথবা চাই নয় এগুলো তহ কেনায়া শব্দ নয় মনে হয়।আর কোথায় শুনেছি মত লাগতেছে যে এগুলো কেনায়া শব্দ নয়।জানি না শায়খ।ভুল ও হতে পারে। তহ উপরোক্ত কথা গুলে দ্বারা কি তালাক হবে? ধরেন কথা গুলো বলার সময় স্বামী স্ত্রী কেনায়া তালাক সম্পর্কে জানত না পরে জেনেছে ধরেন।