স্বামী গতকাল তার স্ত্রীকে ভয় দেখিয়ে বলল , "তুমি আমার কথা না শুনলে তালাক দিব।"
তার পর থেকে স্ত্রী অনেক ভয়ে ছিল। কিছুদিন পর স্ত্রী তালাকের মাসালা জানার পর তার পরের দিন সে তার স্বামীকে বলল, "গতকাল তুমি আমাকে বলেছ কথা না শুনলে তালাক দিবা, এই কথায় তালাক হবে না কারন তুমি ভবিষ্যত বাক্য বলেছ।"
"গতকাল তুমি আমাকে বলেছ কথা না শুনলে তালাক দিবা, এই কথায় তালাক হবে না কারন তুমি ভবিষ্যৎ বাক্য বলেছ"- স্ত্রীর এইভাবে স্বামীর সাথে কথা বলাতে কি সেটা তালাকের মজলিশ হবে?