আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আ'লামিনের নামে শুরু করছি।
আমার সাথে এক মেয়ের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ে সুন্দর ও প্রাপ্তবয়স্ক হওয়ায় অনেক প্রস্তাব আসা শুরু করে। এতে আমরা ২ জনই ভয় পেয়ে যাই। আবার আমাদের প্রেমের সম্পর্ক ইসলামি শরীয়তে হারাম যা বুঝতে পারি। এমতাবস্থায় মেয়ের পরিবার যেন অন্য জায়গায় তাকে বিয়ে না দিয়ে দিতে পারে এবং আমাদের সম্পর্ক যেন বৈধ/পবিত্র হয়, আমরা যেন পবিত্রতার সাথে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ এবং ঘোরাঘুরি করতে পারি, এজন্য একজন আলেমের কাছে পরামর্শ নিয়ে আমরা ২ জনই রাজি হয়ে যথেষ্ট সাক্ষীর উপস্থিতিতে কোনো পরিবারকে না জানিয়েই সম্পর্কের ৪ বছর পর ২০২০ সালে কাজী অফিসে গোপনে বিয়ে করি।
২০২২ সালে এসে মেয়ের পরিবার বিয়ের জন্য ওকে চাপ দিলে ও আমার কথা ওর পরিবারকে জানালে তারা রাজি হয়, এবং আমার পরিবারের সাথে কথা বলতে চায়। আমি (ছেলে) আমার পরিবারকে জানালে আমার বাবা-মা বলে যে, তুমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমার বিয়ে নিয়ে আমরা ভাবতেছি না। যেহেতু মেয়ের অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়ার ১ টা সম্ভাবন ছিল, সেহেতু আমার পরিবারকে অনেকটা চাপের মুখে ফেলে রাজি করিয়ে মেয়ের বাসায় পাঠাই। মেয়ের বাসায় বাবা-মা কথা বলে ওনাদেরকে কথা দেয় যে, আমাদের ছেলেকে আপনাদের মেয়ের সাথেই বিয়ে দিবো, কথা দিলাম, এরপর ১ বছর সময় নিয়ে আসে আর বলে যে, ১ মাসের মধ্যে আমার বাবা-মা মেয়ের পরিবারকে ফোন দিয়ে আমাদের বাসায় ডাকবে, যেন তারা আমাদের বাসা, আশেপাশের পরিবেশ দেখে যায়।
কিন্তু ১ মাস চলে গেলো, কিন্তু আমার বাবা-মা ওদের পরিবারকে ফোনও দিলোনা, ডাকলোও না, আমাকে জানালো যে, ঈদের ছুটিতে ডাকবে, আমি সেটা মেয়ের পরিবারকে জানালাম, তাদের আপত্তি ছিল না। ঈদ পার হয়ে গেল, তবুও ডাকলো না। আমাকে বললো যে, ডিসেম্বরে ডাকবে।
আমি আমার বাবা-মা কে বললাম যে, এভাবে তারিখ পিছাচ্ছো, যদি ওরা মনে করে যে, আমার পরিবারের আগ্রহই নাই, মেয়ের যদি অন্য কোথায় বিয়ে দিয়ে দেয়?
তখন আমার বাবা বললো যে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এরকম কিছু হবে না, আমি এসব বিষয় ম্যানেজ করবো। এসব আমাদের পরিবারগত বিষয়, সুতরাং তোমাকে আর মেয়েকে এসব নিয়ে ভাবতে হবেনা।
আজকে ৩-৪ মাস যাওয়ার পর এমন অবস্থায় পৌছলাম। মেয়ের পরিবার ভাবতেছে যে আমার পরিবারের আগ্রহ নাই, এমতাবস্থায় তারা অন্য কোথাও মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে। এখন আমি আমার পরিবারকে সিচোয়েশনটা জানালে আমার বাবা বলে যে, তোমার পড়াশুনা শেষ না হওয়া পর্যন্ত আর চাকরি না পাওয়া পর্যন্ত আমি মেয়ের পরিবারের সাথে কথা বলবো না। এতে তারা মেয়েকে অপেক্ষা করালে করাবে, নাহলে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তাতে কোনো যায় আসে না। আমার বাবা-মা তাদের ওয়াদা রাখলো না, কথা দিয়ে কথা ভাঙলো। তাই গতকাল রাতে আমার বাবার সাথে একটু উচ্চস্বরে কথা বলছি যে, এভাবে ঠিক না, তুমি আমাকে কথা দিলা যে, এরকম খারাপ সিচোয়েশন আসলে ওদেরকে ম্যানেজ করবা, আর বলছো ওদের সাথে কথাই বলবা না। একেক সময় একেক কথা কেন বলছো, বলে যে আমার ইচ্ছা।
মেয়ের মা আমাদের বিয়ের কথা জানে, তবে বলছে যে, এভাবে বিয়ে হয় না, তাই উনি এই বিয়ে মানে না। মেয়ের পরিবার আমাকে যথেষ্ট ভালবাসে, আমাকে যথেষ্ট বিশ্বাস করে, আমাকে তাদের জামাই হিসেবে চায়, শুধু ১ টা চাকরি হলেই হবে। আমি অনেকবার মেয়ের বাসায় গিয়েছিলাম, ওর পরিবারের সবার সাথে কথা বলছিলাম।
মেয়ের বিষয়ে বলিঃ মেয়ে পর্দাশীল, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত কোরআন পাঠ করার চেষ্টা করেন, যথেষ্ট ইসলামি মাইন্ডের। মেয়ের পরিবারও ইসলামি মাইন্ডের।
সব ঘটনা বলার পর আমার প্রশ্ন হচ্ছে---
১। পরিবারকে না জানিয়ে যথেষ্ট স্বাক্ষীর উপস্থিতিতে আমরা (প্রাপ্তবয়স্ক) যে বিয়ে করেছি, আমাদের বিবাহিত জীবনের ২ বছর হয়ে যাচ্ছে। আমাদের বিয়েটা কি ইসলামি শরীয়ত অনুযায়ী বৈধ হয়েছে?
২। মেয়ের মা বলছে যে, উনি এই বিয়ে মানেন না, এভাবে বিয়ে হয় না। ওনার না মানাতে আমাদের বিয়েটা কি বাতিল হয়ে যাবে?
৩। আমার বাবা-মা তাদেরকে কথা দিয়ে আসার পরও এখন প্রতিক্ষেত্রে মত বদলাচ্ছে, এটা কি ইসলামি দৃষ্টিকোন অনুযায়ী ঠিক করতেছেন?
৪। এমতাবস্থায় আমার বাবার সাথে উচ্চস্বরে কথা বলাটা কি আমার উচিত হয়েছে?
৫। এমতাবস্থায় আমার পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া কি জায়েজ হবে? কারণ, আমরা ২ জনই এখনও স্বামী-স্ত্রী হিসেবেই কথা বলি এবং একে অপরকে মন থেকে মানি।
৬। এমতাবস্থায় শরিয়ত মোতাবেক আমার এবং মেয়ের করণীয় কি?