আসসালমুআলাইকুম শায়েখ,
আমি আজ জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, যখন আযান দিচ্ছিল আমি দুরুদ পড়ছিলাম (সা:)|
বিষয় হলো হটাৎ আমার কি মনে হলো তালাকের শর্ত কি , নিজের কানে শুনতে হবে, এবং ঠোঁট জিহ্ববা নাড়িয়ে বলতে হবে।
এমন সময় আমি কি বলছিলাম আর জিহ্ববা নাড়াচ্ছিলাম হটাৎ তালা,,,,, বলে ছিলাম ঠোঁট একদম বদ্ধ ছিল মুখের মধ্যে জিহ্ববা নাড়িয়ে তালা বলেছি।
সঙ্গে সঙ্গে আমার ভয় হয়ে যায় আমি ঠোঁট খুলে ফেলি এবং মুখের বাতাস বের করে দি।
১. হুজুর আমি তো তালা বলেছি আমার এক্ষেত্রে কি তালাক হবে ?
২. যদি আমি সম্পূর্ণ শব্দ টি মুখে এর মধ্যে ওই ভাবে উচ্চারণ করে ফেলতাম তাহলে তালাক হতো? যেহেতু আমার তালাকের কোনো উদ্দেশ্য ছিল না, শয়তান এর প্রোচনা তে হলে কি তালাক হতো? (এটা আমার সঙ্গে ঘটেনি তবু আমি জানতে চাচ্ছি)
৩. আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে টিহ হুজুর?