আসসালামু 'আলাইকুম।
মৃতব্যক্তির নামে সোয়া লক্ষবার কালিমা খতম করার কি কোনো দলিল আছে?
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেন, ব্যক্তি যখন মারা যায়, তখন তার নেক আমল করার পথ রুদ্ধ হয়ে যায়। তবে তিনটি পথ ছাড়া। একটি হল, সদকায়ে জারিয়া, দ্বিতীয় হল ইলম, যার দ্বারা মানুষ উপকার পায়, এবং তৃতীয় হল, নেক সন্তানের দুআ। [মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৮৪৪, সুনানে আবু দাউদ, হাদীস নং-২৮৮০, মুসলিম, হাদীস নং-১৬৩১]
কালিমা তো কোনো দু'আ না যে এতে মৃতব্যক্তির উপকার হবে। এটা কি জায়েজ হবে? আর এভাবে সংখ্যা নির্ধারণ করাটা কি দালিলিক? দয়া করে জানাবেন। এবং বিদ'আত হবে কিনা?
আমার বাবাকে পাশের বাড়ির এক মৃতব্যক্তির আত্মীয় শুক্রবারের আগে সোয়ালক্ষবারের ১২০০০ বার পড়তে অনুরোধ করেছে এবং বাকী অংশ আরো ৯ জনের মধ্যে বন্টন করে দিছে।
শুক্রবারের আগে তারা জানতে চাইবে যে ১২০০০ বার কম্প্লিট হইছে কিনা।
এখন বাবা যদি না পড়ে তাদেরকে বলে যে "হইছে" বা "পড়েছি", এটা তো মিথ্যা বলা হবে। এটা কি জায়েজ হবে? কি করা যেতে পারে? কোনোভাবে তাওরিয়াহ করা যেতে পারে কিনা? তাদেরকে কি বলা যেতে পারে?
[সোয়া লক্ষবার কালিমা খতম করার বিষয়ে তাদেরকে বোঝালে তারা বুঝতে চাইবে না। তাই কিছু একটা বলতে হবে! কি বললে ভালো হয়?]
আরেকটা প্রশ্ন, আলি (রা) কয়টা বিয়ে করেছিলেন? এবং তার কতজন সন্তান ছিলো? হাসান (রা) ও হোসেন (রা) ছাড়াও কি অন্য কোনো সন্তান ছিলো?