ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"যদি তালাকের মিথ্যা স্বীকারোক্তির পূর্বে স্বামী এ ব্যাপারে সাক্ষী রাখে, তাহলে কাযা'আনও (তথা কাযী সাহেবের নিকট তালাক নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়ার মূহুর্তেও) তালাক হবে না।(রদ্দুল মুহতার-৩/২৩৬"
-মিথ্যা স্বীকারোক্তির পূর্বে স্বামী এ ব্যাপারে সাক্ষী রাখার অর্থ হল, স্বামী কাউকে বলবে, আপনি জেনে রাখুন, আমি মিথ্যা বলবো,মূলত আমি অতিতে আমার স্ত্রীকে তালাক দেইনি, এখন আমি তালাকের মিথ্যা স্বীকারোক্তি দিবো।
এটাই মূলত মিথ্যা স্বীকারোক্তির অর্থ।
(২)
জ্বী,এখানে হ্যা শব্দ বলার দ্বারা তালাক হবে।
(৩)
স্বামীর কেনায়া তালাক যদি বলে থাকে, এবং স্ত্রী ওই রকম কিছু দ্বারা তালাক বুঝায়, এবং স্বামীও বুঝে নেয় যে, ওই রকম কিছু বলতে তালাকের কথাই জিজ্ঞাসা করা হচ্ছে, এবং তালাকের নিয়তে হ্যা বলে, তাহলে তালাক পতিত হবে।