আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
আমি জেনারেল লাইনে পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, আমার পরিবার একদমি প্র‍্যাক্টিসিং না,আমাদের বাসায় ২ রুম কিন্তু বেশিরভাগ সময়ই বাসায় কোনো গায়রে মাহরাম আসলে বা কোনো মেহমান আসলে আমার রুমে চলে আসে, তাছাড়া আমি পর্দা করি এটা আমার বাবা চায়না, সে কালো বোরখা পরলেই বলে জ*ঙ্গী। চাচাতো ভাইদের সামনে পর্দা করলে,তাদের সাথে কথা না বললে নানা রকম ভাবে বকাঝকা করে,আমার চেহারা খারাপ এগুলা নিয়েও অনেক কিছু বলে, আগে মারামারিও করত এখন আলহামদুলিল্লাহ গায়ে হাত তুলে না কিন্তু আমার ভয় হয়।
কয়েকদিন আগে আমি কুরআন সহীহ্ করে শিখার জন্য বাসার পাশেই মাদরাসায় ভর্তি হয়, আম্মু সেটা আব্বুকে জানায়, তারপর আব্বু আরো রেগে যায় যে আমি জ*ঙ্গী হয়ে গেছি আরো অনেক কিছু,আমার মাদরাসায় যাওয়া বন্ধ।আমি ভাইদের সাথে কথা না বললে বাসা থেকে বের করে দিবে এমনও বলেছে।
আমার বিয়ের ব্যাপারে আমি একটা পরিপূর্ণ দ্বীনদার পরিবার চাই ইন শা আল্লাহ, কিন্তু আব্বু একটু দ্বীনদান, দাড়ি,টুপি দেখলেই জ*ঙ্গী ভাবে, আর আমাকে এমন জায়গায় বিয়ে দিতে চায় যেখানে আমার মোটেও ভালো লাগেনা।
আমার ইবাদতে অনেক ব্যাঘাত ঘটে আব্বু বাসায় থাকলে আমি সালাত পড়তে পারিনা ঠিক মতো,ফজরের সালাতও অনেক কাযা হয়, মাঝেমধ্যে এসবের জন্য আমার মধ্যেও অলসতা চলে আসে। ইচ্ছে করে পরিবারকে না জানিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে, এটা কি জায়েজ? আস্তে আস্তে আমারও ইবাদতের মধ্যে অলসতা চলে আসছে,দোয়ায় মন বসেনা, আশেপাশের কাউকেই আর ভালো লাগেনা।
এমতাবস্থায় আমি কি করতে পারি?
আফওয়ান অনেক বড় হয়ে গেলো প্রশ্নটা।