আসসালামু আলাইকুম
উস্তাদ আমার জন্য যতগুলো বিবাহের প্রস্তাব আসে তার প্রায় সবগুলোর পেশাই শিক্ষকতা।আমি যতটুকু বুঝি সহশিক্ষা যেহেতু হারাম,,তাহলে সেখানকার শিক্ষক হওয়াও ত উচিত না।।
এ জন্য আমি রাজি হয়না।তাই একটু পরিবারে জামেলা হয়,,কারন শিক্ষক হলেও ধার্মিক থাকে।আমার কথা হল যদি আল্লাহকে ভালবাসে তাহলেত অন্য পেশাও গ্রহণ করতে পারে।আপাত দৃষ্টিতে তে তাদের অন্য পেশা গ্রহণ করার যোগ্যতাও থাকে।
আরেকটি বিষয় হল ছেলের চাকরি হালাল + দ্বীনদার হলেও ছেলের বাবা ব্যাংকার।ব্যাংকার শুনার সাথে সাথে যত যোগ্যতাই থাকুক না কেন,আমি না করে দেই।তারা বলে এখানে ছেলের কি দোষ।এখানেও পরিবারের সাথে জামেলা হয়।আমি বলি ছেলে যদি তার বাবার সম্পদ না নেয় তাহলে আমি রাজি।কিন্তু ছেলে কি এটা করবে বা তোমরাই কি রাজি হবে।আর আমার পড়াশুনাও শেষ।তাই তারাও দেরি করতে চায়না।এখন আমি কি সঠিক অবস্থানে আছি?
ছেলের জন্য কি তার ব্যাংকার বাবার সম্পদ বৈধ হবে?
ছেলে যদি কলেজ বা ভার্সিটির শিক্ষকতা করে এমন ছেলেকে বিয়ে করা ঠিক হবে?
আমিত তাদের রেফারেন্স দিতে পারিনা,,তাই আপনাদের কাছে পরামর্শ চাই।