ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কাগজে প্রিন্ট ফটোতে বা আয়নাতে কিংবা ফোনে তোলা ছবি, বা ভিডিওতে মহিলাকে দেখার দ্বারা হুমরত সাব্যস্ত হবে না।
(২) নারীদের প্রস্রাবের রাস্তার ভিতরের অংশকে দেখলেই কেবল হুরমত প্রমাণিত হবে।বাহিরের অংশকে দেখার দ্বারা হুরমত হবে না।
(৩)
মহিলার হাতে স্পর্শ না লেগে শুধুমাত্র মহিলার গায়ে স্পর্শ লাগার পর লিঙ্গ দাড়িয়ে গেলেও হুমরত সাব্যস্ত হয়ে যাবে।
(৪)
নারীকে কামভাব নিয়ে স্পর্শ করলে হুমরত সাব্যস্ত হবে। এই কামভাবটা দ্বারা উদ্দেশ্য হল, সহবাসের ইচ্ছা।
(৫)
স্ত্রীর সাথে সহবাসের সময় স্ত্রীর জায়গায় ঐ সময় শাশুড়িকে নিয়ে সহবাসের চিন্তা করলে হুমরত সাব্যস্ত হবে না।
(৬)
সহবাসের ইচ্ছা ছাড়া হুমরত সাব্যস্ত হবে না।
(৭)
জিহার করেছি বা এ জাতীয় প্রশ্নের মুহূর্তে হ্যা বাচক মাথা নাড়ালেও জিহার হবে না।
(৮)
স্ত্রীকে কেনায়া বাক্য বলার সময় তালাকের নিয়ত নিয়ে সন্দেহ হলে শরীয়তে এর বিধান হল, তালাক হবে না।
(৯)
তালাক হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/835
(১০)
এসব শর্তের দরকার নেই। ওয়াসওয়াসা ব্যক্তিদের কোনো তালাকই গ্রহণযোগ্য নয়।
(১১)
না, দেয়া যাবে না।
(১২)
না,পূর্ণ করতে হবে না।