বিসমিল্লাহি রাহমানির রাহিম।জ
জবাবঃ
ইবনুল কাইয়্যুম রাহ বলেন,
أنه كان يحافظ في اليوم والليلة على أربعين ركعة سبع عشرة الفرائض واثنتي عشرة في حديث أم حبيبة وإحدى عشرة صلاة الليل. فهذه الأربعون ركعة كان يحافظ عليها كما قال ابن القيم ولكن لا يمنع ذلك من الزيد عليها أحياناً،
রাসূলুল্লাহ সাঃ দৈনিক দিন এবং রাত্রিতে সাধারণত ৪০ রাকাতের বেশী নামায পড়তেন না।১৭ রাকাত দৈনন্দিন ফরয নামায।উম্মে হাবিবার বর্ণনা অনুযায়ী ১২রাকাত সুন্নতে মু’আক্কাদার নামায।এবং অন্য এক বর্ণনানুযায়ী ১১ রাকাত তাহাজ্জুদ এর নামায তথা রাসূলুল্লাহ সাঃ সর্বমোট ৪০ রাকাত নামায পড়তেন।তবে কারো জন্য এত্থেকে বেশী নামায পড়া মাকরুহ নয়।(তাওযিহুল আহকাম মিন বুলুগিল মারাম-৩৮৮) কোনো একটি বর্ণানায় ৪০এর কথা আসেনি।তবে বিভিন্ন বর্ণনাকে একত্রিত করলে সর্বমোট নামায ৪০ রাকাতই হয়।