আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
165 views
in দাফন ও জানাজা (Burial & Janazah) by (2 points)
অসচ্ছল আত্মীয়র দাফন কাফনে যাকাতের অর্থ ব্যবহার করা যাবে?আমার চাচাকে উনার এক অসচ্ছল এবং অসুস্থ আত্মীয় অসীয়ত করেছেন যে উনার মৃত্যুর পর আমার চাচা যেন উনার দাফন কাফনের সকল ব্যয় বহন করেন।আমার চাচা তা করতে রাজি আছেন।তবে তিনি  জানতে চাচ্ছেন যে,যাকাতের অর্থে দাফন কাফন যদি যায়েজ হয় তবে তিনি তবে তিনি যাকাত দিয়ে করবেন নাহয় সাধারণ উপার্জনের থেকে ব্যয় করবেন।আমার চাচার পক্ষ থেকে আমি প্রশ্ন টি করলাম।ধন্যবাদ।আসসালামু আলাইকুম

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম 


যাকাতের ক্ষেত্রে শর্ত হল যাকে দান করা হবে তাকে মালিক বানিয়ে দিতে হবে। মৃত ব্যক্তি কোন কিছুর মালিক হতে পারে না। 

তাই তার কাফন-দাফনের ক্ষেত্রেও যাকাতের টাকা ব্যবহার করা যাবে না।

হাদীস শরীফে এসেছেঃ 

عن الثوري قال: الرجل لا یعطي زکاۃ مالہ … في کفن میت ولا دین میت ولا بناء مسجد…الخ۔ (المصنف لعبد الرزاق ۴؍۱۱۲ رقم: ۷۱۶۳)

সারমর্মঃ 
কোনো ব্যাক্তি তার সম্পদের যাকাত মাইয়্যিতের কাফন দাফন,মাইয়্যিতের ঋন শোধ,মসজিদের নির্মান কাজে দিতে পারবেনা।

সুফিয়ান সাওরী (রহ.) বলেন-

ولا يعطيها في كفن ميت، ولا دين ميت

‘কেউ মৃত ব্যক্তির কাফনে কিংবা মৃত ব্যক্তির ঋণ পরিশোধে যাকাতের মাল খরচ করতে পারবে না।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭১৭০]

لا یصرف إلی بناء نحو مسجد کبناء القناطر والسقایات۔ (شامي ۲؍۳۴۴ کراچی، ۳؍۲۹۱ زکریا)

সারমর্মঃ
মসজিদ ইত্যাদির নির্মান কাজে  যাকাতের টাকা খরচ করা যাবেনা।
(যেমন ব্রিজ খাল ইত্যাদি কাজেও ব্যবহার করা যাবেনা।)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যাকাতের অর্থে দাফন কাফন করা জায়েজ হবেনা।

সুতরাং এক্ষেত্রে আপনার চাচা সাধারণ উপার্জনের থেকে ঐ মাইয়্যিতের কাফন দাফন করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...