আসসালামু আলাইকুম উস্তাদ।অনেকেই রাতে বেশিরভাগ সময়ে হিফজ করে। এতে সূরা মুলকসহ রাতে ১০০ আয়াতের বেশিও কোরআন তেলাওয়াত হয়ে যায়।এখন প্রশ্ন হচ্ছে হাদিসে তো ১০০ আয়াতের কথা বলা হয়ে,, তাহলে সারা রাত ইবাদত করার ফজিলত পাবো। এখন ১০০ আয়াতের বেশি যে তেলাওয়াত করা হচ্ছে তখন কী আমি এই হাদিস অনুসারে এর ফজিলত পাবো কী না ? মানে ১০০ আয়াত পাঠ করে,, তারপর হিফজের জন্য যে অতিরিক্ত তেলাওয়াত করলাম।