আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।ধরেন একজন ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যাক্তি। সে দোয়া পড়ার সময় যদি মনে তালাকের ওয়াসওয়াসা আসে,বা ওয়াসওয়াসার কারনে যদি কারো মনে আসে এই দোয়াটা বা জিকিরটা বা ইস্তেগপারটা দ্বারা তালাকের উদ্দ্যশ্যে এমন ওয়াসওয়াসা আসলে মনে, তাহলে কি তালাক হয়? পরে আবার না না করলে?
২।মাসআলা জানার জন্য যার প্রশ্ন সে করলে অন্য কারো দিকে ইন্গিত করে তাহলে কি কোন ক্ষতি হবে বেৈবাহিক জীবনে?মানে উপরের এমন প্রশ্নটা যার সে নিজে করলে?