আসসালামু আলাইকুম।
শায়েখ,
তালাকের ওয়াসওয়াসা থাকার কারনে ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে। কিছু বললেই মনে হচ্ছে কেনায়া বাক্য হয়ে গেল না তো? মনের ভিতরে প্রায় সবসময় তালাক দিলাম, ১ তালাক দিলাম, এমন কথা চলতে থাকে। ভয় কাজ করে সবসময়। কিছু বাক্য নিয়ে সন্দেহ হচ্ছে তাই প্রশ্ন করলাম।
★কিছু সময় খুব বেশি ওয়াসওয়াসা অনুভব করছি। গোছলের সময়, কিছু খাবার সময়, নামাজের সময়, হায় তোলার সময় বেশি তালাকের শব্দ মনে আসছে। এবং উচ্চারন হয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না। অনেক সময় ওয়াইফের সাথে ফোনে কথা বলতে গেলে মনে হচ্ছে জিব্বা নাড়িয়ে তালাক বলে ফেলছি। যদিও শব্দ করছি না। এ সন্দেহ কাটিয়ে উঠা আমার জন্য খুব কষ্টকর মনে হচ্ছে। তালাক এর কথা মনে আসলেই ওয়াইফ এর কথা মনে হয়ে যাচ্ছে। তালাকের নিয়ত হয়ে গেল কিনা এই ভেবে আবার ও খারাপ লাগা শুরু হচ্ছে। মাঝে মাঝে মনে মনে বললেও কিছু সময় পর উচ্চারন করছি বলে সন্দেহ হচ্ছে। এই প্রবলেম থেকে আমি বের হতে পারছি না হুজুর। স্বাভাবিক অবস্থায় তালাক দেবার কোন ইচ্ছা নাই আমার। এতে কি তালাক হয়ে যাবে হুজুর?
★★ ওয়াইফ জামা বানানোর জন্য টাকা চাচ্ছিল। আমি বললাম জামা কি বানানো হয়ে গেছে কিনা? ওয়াইফ বলতে চাচ্ছিল না।তাই আমি বললাল যে, "তুমি মারিওনা"। এটা কি কেনায়া শব্দ?
★★★ মটর সাইকেলে শশুর বাড়ি যাচ্ছিলাম। ওয়াইফ বললো যে জোরে চালাও। আমি বললাম যে, যাবার জন্য কি তর সয়ছে না? এটা কি কেনায়া শব্দ?
★★★ ওয়াইফ আমার বাচ্চাকে মেরেছে এবং ফোনে আমাকে জানাচ্ছে। তাই আমি বললাম যে, ওই একটা কাজ ই তো পারো। এটা কি কেনায়া শব্দ?
★★★★ আমার মনে হয় তালাক শব্দ মুখ দিয়ে বেরিয়ে যাবে। কোন সময় যদি তালাক শব্দ আমার মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায়। তাহলে কি আমার ওয়াইফ তালাক হয়ে যাবে হুজুর??
আমার আগের প্রশ্ন ও উওর দেখার অনুরোধ রইলো।
https://ifatwa.info/54940/