আসসালামু আলাইকুম দুই বোন মা বাবা নায় বিয়ে হয়নি।ওদের হালাল আয় আছে কিন্তু ওটা দিয়ে চলতে পারে না তাই বাধ্য হয়ে ভাইয়ের থেকে নেন।ভাই সুদের চাকরী করে।এই অবস্থায় খরচ করে কিছু হালাল টাকা বাঁচলে মৃত বাবা,মার জন্য দান করা যাবে?হারাম টাকা না নেয়ার চেষ্টা করে।আগামী বছর ইংশাআল্লাহ জমি বিক্রয় করে হালাল টাকায় চলে আসবে সমপূর্ণ।