আমি স্যান্ডেল ধুয়ে নাপাক টুলের উপর রাখি।স্যান্ডেলের নিচে একটি জুতার প্যাকেট রাখি।এরপর সেই স্যান্ডেল টি প্যাকেট সহ ভেজা নাপাক ইটের উপর রাখি।এরপর স্যান্ডেল পরে ঘরে ঢুকে সালাত পরি।স্যান্ডেল পুরো ভেজা ছিল।আর ভেজা স্যান্ডেল এর কারণে প্যাকেট আর টুল ও ভিজে গিয়েছিল।এখন আমার মনে হচ্ছে যেহেতু পুরা স্যান্ডেল ভেজা ছিল তাই স্যান্ডেলের তলা টুলের নাপাকি শুষে নিয়েছে আর স্যান্ডেল এর পা রাখার জায়গায় নাপাকি চলে এসেছে।আমি কি স্যান্ডেল এর তলা পানির উপর রেখে পরীক্ষা করে দেখব যে পানি স্যান্ডেলের তলা থেকে উপরে উঠে আসে কিনা?