ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বৈঠকের প্রথমেই তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদ পড়ার পূর্বে দুরুদ শরীফ পড়ে নিলে সাহু সিজদা আসে।যেহেতু আপনি সাহু সিজদা দিয়েই ফেলেছেন, তাই আপনার নামায বিশুদ্ধ হয়েছে।
(২)
পাত্রীর শরীরের কতটুকু অংশ দেখা যাবে?
اتَّفَقَ الْحَنَفِيَّةُ وَالْمَالِكِيَّةُ وَالشَّافِعِيَّةُ عَلَى أَنَّ مَا يُبَاحُ لِلْخَاطِبِ نَظَرُهُ مِنْ مَخْطُوبَتِهِ الْحُرَّةِ هُوَ الْوَجْهُ وَالْكَفَّانِ ظَاهِرُهُمَا وَبَاطِنُهُمَا إِلَى كُوعَيْهِمَا لِدَلاَلَةِ الْوَجْهِ عَلَى الْجَمَال، وَدَلاَلَةِ الْكَفَّيْنِ عَلَى خِصْبِ الْبَدَنِ، وَهُنَاكَ رِوَايَةٌ عِنْدَ الْحَنَفِيَّةِ أَنَّ الْقَدَمَيْنِ لَيْسَتَا بِعَوْرَةٍ حَتَّى فِي غَيْرِ الْخِطْبَةِ.
হানাফি মালিকি এবং শাফেয়ী ফুকাহাগণ এ কথার উপর একমত যে, আযাদ পাত্রীর চেহারা,কনুই পর্যন্ত হাতের উপর-নীচ তথা উভয় দিক এবং টাখনু পর্যন্ত পা দেখা জায়েয। কেননা চেহারা দ্বারা সুন্দর্য্য বুঝা যায়।এবং হাত দ্বারা শরীরিক গঠনশৈলী বুঝা যায়।(আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ১৯/১৯৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2898
জ্বী, হালকা এমন সাজগোজ যা ধোকার পর্যায়ে পড়বে না, এমন সাজগোজ করা সুন্নত।
ذَهَبَ الْحَنَفِيَّةُ إِلَى أَنَّ تَحْلِيَةَ الْبَنَاتِ بِالْحُلِيِّ وَالْحُلَل لِيَرْغَبَ فِيهِنَّ الرِّجَال سُنَّةٌ.
(আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ১৯/১৯৮)