বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)নামায সচেতনার সাথে পড়তে হবে।অলসতা করে বা অবচেতনভাবে নামায পড়া কখনো কোনো মুসলমানের জন্য উচিৎ নয়।এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।যদি কখনো ঘটনাক্রমে পূর্বের রা'কাতে কি পড়া হয়েছে,তা কেউ ভুলে যায়,তাহলে সে যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারবে। এতে কোনো সমস্যা হবে না।
(২)প্রথম রা'কাতে কোনো সূরা পড়তে শুরু করার পর,ঐ সূরাকে পরিত্যাগ করে ভিন্ন সূরাকে তিলাওয়াত করা মাকরুহ।সুতরাং কেউ যদি কোনো সূরার তিলাওয়াত শুরু করে দেয়,তাহলে সে সূরাকে পূর্ণ করবে।
চার রা'কাতি সুন্নত নামাযের প্রথম রাকাতে আপনি সূরা ফালাক পড়েছেন।এখন আপনি দ্বিতীয় রা'কাতে সূরা নাস পড়বেন।তৃতীয় রা'কাতেও সূরা নাস পড়বেন।এবং চতুর্থ রা'কাতেও সূরা নাস পড়বেন।
অথবা প্রথম রাকাতে সূরা ফালাক পড়েছেন,দ্বিতীয় রাকাতেও সূরা ফালাক পড়বেন।এবং তৃতীয় ও চতুর্থ রা'কাতেও সূরা নাস পড়বেন।
অথবা প্রথম রা'কাতে সূরা ফালাক ও দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ার পর তৃতীয় ও চতুর্থ রা'কাতে সূরা বাকারা থেকে তেলাওয়াত করবেন।বিস্তারিত জানুন-
4051