১।সফরে যাওয়ার সময় আপনাদের একটি ফতোয়া দেখলাম যে
https://www.ifatwa.info/2723
এখানে বলা আছে মোজা পরলে তা এমন হতে হবে যার ভেতর পানি প্রবেশ করতে পারবে না, এখন আমি যদি কাপড়ের মোজা পরিধান করি যাতে পানি পড়লে সাথে সাথে প্রবেশ করে না কিন্তু একটু পরে ৫-১০ সেকেন্ড পরে প্রবেশ করে তাহলে কি পানি দ্বারা মাসেহ করা যাবে?
২। একটি নাপাক কাপড়,কাথা বা তোয়লে তিনবার ধোয়ার পর যখন অর্থাৎ ৩য় বার ধোয়ার পর নিংড়াই তারপর ঐ কাপড় থেকে পানির ফোটা পড়লে কাপড়টাকি নাপাক থাকবে, অনেক সময় ভালো ভাবে নিংডানোর পর ও ফোটা ফোটা পানি পড়ে তখন কি আরেক বার ধুয়ে নিংড়াবো?
৩।.....নাপাক কাপড় ধোয়ার সময় ধোয়ার নাপাক পানি যদি আবার কাপড়ে লাগে তাহলে কাপড়টি কি পুনরায় তিনবার ধুতে হবে?
৪।নাপাক কাপড় ধুয়ে নিংড়ানোর সময় যে পানি হাতে লাগে,কাপড়টি আাবার হাতের ঐ পানিতে লাগে তখন যতবার ধুয়েছি ততবার অর্থাৎ ১ বার ধুলে ২য় বার ধুবো নাকি পুনরায় তিনবার ধুতে হবে?
৫।টয়লেটে নাপাক কাপড় ধোয়ার পর যে পানি টয়লেটে পড়ে থাকে তা ধোয়ার সময় গায়ে এসে পানি পড়ে এইঅবস্থায় কি করব?
৬।.…. সেন্ডেল পরে অথবা খালি পায়ে যখন এই পানি গুলো দূর করি পা ধোয়ার সময় আশেপাশে পানি পড়ে এবং ছিটা লাগে এগুলো পবিত্র করব কিভাবে বুজতে পারছি না দয়া করে কিছু সমধান দিবেন
৭।নাপাক কাপড় ধোয়ার পানি যেগুলো টয়লেটে পড়ে থাকে সেগুলো পানি মারার দ্বারা পাক হবে নাকি পানি যাওয়ার স্থান দিয়ে চলে যাওয়ার পর পাক হবে?
৮।সফর অবস্থায় পানি থাকার পর ও কি তাইমুম করা যাবে?