আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মাঝেমাঝে অনেক সময় স্পিডে বা অন্য মনস্ক হয়ে পড়ার সময় ফাতিহা/দরুদ/তাশাহুদ দুই এক বাক্য ছাড়া হত।এটা হটাৎ হটাৎ হয়।তবে যখন হয় বুঝতে পেরে শুধরে নিইই।
কিন্তু
আমার প্রতি নামাজে দরুদ/ফাতিহা/তাশাহুদে যদি একটু অন্য মনস্ক হয়ে এসব পড়ি তখন তীব্র সন্দেহ হয় যে আমি ঠিকঠাক পড়ছি কিনা।।কারণ এটার কারণে সন্দেহ আরো বাড়ে যে মাঝে মাঝে যখন বুঝতে পারি তখন না হয় শুধরে নিই,কিন্তু এটাত আমি বেখেয়ালে ছিলাম, বাক্য ছেড়েছি কিনা নিশ্চিত না,অন্যমনস্কের কারণে মনেওনাই।যেহেতু আমি ওয়াসোয়াসায় ভুগী,একসময় অনেক ওয়াসোয়াসার রোগী ছিলাম।তাই মনে হয় ছেড়েছি,আবার মনে হয় না থাক আবার নামাজ নতুন করে পড়বনা। আবার অন্রক সময় নামাজের পর মনে করতে বসি বা নামাজের মাঝেই মনে করার ট্রাই করি যে কি করেছি।আবার ঘুরে নামাজ পড়তে অলসতা লাগে
এরকম টা প্রায় প্রতি নামাজেই হয়।
আমি এখন কি করব।আবার ভয় হয় এসব সালাত এ যদি সত্যি এমন হয় তাহলে আল্লাহ পাকড়াও করবেন, আগের নামাজের কি হবে।