ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মনের মধ্যে হারাম বাদ্যযন্ত্র চিন্তা করা গুণাহ। এটা সগীরা গুণাহ। তবে কাজে বাস্তবায়িত করে নিলে সেটা কবিরা গোনাহ হবে।
(২)
এটাও সগিরা গোনাহ।
(৩)
এটা উপমা দেয়া হচ্ছে যে, তুমি পড়া কেন পারবে না। এরকম উপমাকে নাজায়েয বলা যাচ্ছে না তবে এটা অনুচিৎ একটা বিষয়।
(৪)
কোনো কারণ ব্যতিত সুন্নতে মু'আক্কাদা ছেড়ে দিলে কোনো গোনাহ হবে না। তবে নিয়মিত ছেড়ে দিলে বা কোনো উজর ব্যতিত ছেড়ে দিলে অবশ্যই গোনাহ হবে।
(৫)
নাপাক নয়।
(৬)
Limon হলো Spanish শব্দ। যার অর্থ Lemon বা লেবু।
(৭)
না, এগুলো জায়েয হবে না।কোনো মুসলমানের জন্য এগুলো কখনো কাম্য হতে পারে না।
(৮)
মুসলমান কখনো অশ্লীল ভাষী হতে পারে না। সুতরাং সভ্য ভাষায় তাদের সমালোচনা করা যেতে পারে।তবে অসভ্য ভাষায় তাদেরকে গালীগালাজ করা যাবে না।