ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহরে ফাতেমি সুন্নত কি না? সে সম্পর্কে ফুকাহায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে।তবে বিশুদ্ধ কথা হল, মহরে ফাতেমি সুন্নত।কেননা রাসূলুল্লাহ সাঃ এর পক্ষ থেকে যত মহর নির্ধারণ করা হয়েছে বা আদায় করা হয়েছে, সেগুলোর পরিমাণ বুটিশ পদ্ধতির হিসেবে ১ কিলো ৫৩০ গ্রাম ৭০৮ মিলিগ্রাম(1.531kg) ছিলো।এটাই ফাতেমা রাযি এর মহর ছিলো।
মোটকথা কথা যায়, ১৩১ তুলা রোপা বা (1.531kg) রোপা মহরে ফাতেমি।
দারুল উলূম দেওবন্দ, ফাতাওয়া নং
فتوی(د): 1154=667-7/1432
রাসূলুল্লাহ এর স্ত্রী উম্মে হাবিবা রাযি এর মহর যা নাজ্জাসির বাদশা কর্তৃক নির্ধারিত ও আদায়কৃত ছিলো, সেটা পরিমাণ ছিল, (12.250 kg)।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/8223
আবু হুরাইরাহ অর্থ বিড়ালের মালাক।কেননা আবু শব্দের অর্থ পিতা,মালিক,কর্তা ইত্যাদি। এখানে মালিক অর্থটাই অধীক যুক্তিযুক্ত। সুতরাং কারো নাম, আবু হুরায়রা হলে, তাকে হুরায়রা দ্বারা ডাকা যাবে না।বরং পূর্ণ নাম উল্লেখ করে আবু হুরায়রা বলে ডাকতে হবে।