আসসালামু আলাইকুম,
আমাদের দেশে মূমূর্ষ রোগীদের জন্য জালালি খতম নাকি সেফা খতম কি জেনো পড়া হয়। ৭০ হাজার বার নাকি সোয়া
লক্ষ বার কি দোয়া যেন পড়ে এই খতম দেয়া হয়।
যাতে তারা যেন সুস্থ হয়ে যায় আর শুস্থ না হলে যেন মারা যায়। তার কস্ট আর সহ্য হয় না। কস্ট থেকে যেন মুক্তি
হয়। অনেক ক্ষেত্রে উক্ত ব্যক্তি মারাও যায়।
আমার প্রশ্ন হলো এই খতমগুলা কি কোরআন এবং সহিহ হাদিসে আছে? নাকি এই প্রক্রিয়াটি বেতাত?
কোরানে থাকলে কোন সূরার কত নাম্বার আয়াতে আছে তা উল্লেখ করবেন এবং হাদিসে থাকলে হাদিসের নাম্বার সহ উল্লেখ
করলে উপকৃত হব।