ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
আবূ রযীন আল ’উক্বায়লী (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لَا يَسْتَطِيعُ الْحَجَّ وَلَا الْعُمْرَةَ وَلَا الظَّعْنَ قَالَ: «حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রসূল! আমার পিতা অতিশয় বৃদ্ধ, হজ্জ/হজ ও ’উমরা করার সামর্থ্য রাখে, না বাহনে বসতে পারেন না। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি তোমার পিতার পক্ষ হতে হজ্জ/হজ ও ’উমরা করে দাও। [তিরমিযী, আবূ দাঊদ ও নাসায়ী; ইমাম তিরমিযী (রহঃ) বলেন, হাদীসটি হাসান সহীহ (আবূ দাঊদ ১৮১০, নাসায়ী ২৬২১, তিরমিযী ৯৩০, ইবনু মাজাহ ২৯০৬, ইবনু আবী শায়বাহ্ ১৫০০৭, আহমাদ ১৬১৮৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ৩০৪০)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার বাবা যদি আপনার দাদার পক্ষ থেকে বদলি হজ্জ করেন,তাহলে এমতাবস্থায় আপনার দাদা হজ্জের সওয়াব পেয়ে যাবেন।
আরো জানুনঃ-
★আপনার দাদার উপর যেহেতু হজ্জ ফরজ না থাকে,সেক্ষেত্রে এই বদলি হজ্জ তো নফল হবে।
সুতরাং এক্ষেত্রে এই বদলি হজ্জ এর তুলনায় মসজিদ স্থাপন নিঃসন্দেহে উত্তম হবে,কেননা এটি সদকায়ে জারিয়া।
এতিমখানায় নির্মান খাতে দান করলে সদকায়ে জারিয়া হিসেবে এটিই বদলি হজ্জ হতে উত্তম হবে।
তবে এমনিতেই এতিমখানাতে খাবার ইত্যাদির জন্য দান করলে বদলি হজ্জই বেশি ছওয়াবের হবে,ইনশাআল্লাহ।
তবে এতিম খানায় টাকার প্রয়োজনীয়তা বেশি থাকলে এতিমখানায় দানই উত্তম হবে,ইনশাআল্লাহ।