আসসালমুআলাইকুম শায়েখ,
আমি একটু মানসিক অসুস্থ তার কারণে বাইরে চাকরী করতে যেতে চাইছি না।
তাই স্ত্রী কে বললাম যে , আমি চাইছি মেডিসিন এর শপ করবো আর কিছু ব্যাবসা করবো।
দিয়ে স্ত্রী বললো , তোমার যা ইচ্ছা করতে পারো, আমার কোনো সমস্যা নেই।
আমার আখন ভয় লাগছে এটা তো কেনিয়া বাক্য । তাহলে কি তালাক হয়ে গেলো।
স্ত্রী কে জিজ্ঞাসা করলাম কে তুমি কি ভেবে এই কথা বললে,,,,,
সে বলল আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমি যাই করি আমার স্ত্রী আমার সঙ্গে আছে।
১.আমার স্ত্রী র তো নিয়ত ছিলনা তাহলে কি তালাক হবে?
২. ভবিষ্যৎ এ যদি আরো কোনো কথা বলে কিন্তু নিয়ত না থাকলে কি তালাক হবে যদিও সেটি কেনিয়া বাক্য হয়।
৩. আর কেনিয়া বাক্য বলার পর স্ত্রী যদি অস্বীকার করে তবে সেই তালাক টি বাতিল হবে?
4. আরো একটি কথা ভারত বর্ষের যেই নিয়ম ই থাক না কেন আর যে কোনো পত্রে সাক্ষর করুক না কেনো আমি যদি তালাকের অধিকার না দেই সে কি পাবে?
আমি শরিয়ত এর বিধান জানতে চাই।
৫. রাগ করে যদি বলি বাজে মেয়ে একটা বা বলি নোংরা মেয়ে একটা তাহলে এটা কি কেনিয়া বাক্য? খারাপ নিয়ত ছিল না এসব বলার সময় তাহলে কি তালাক হবে?