1- পরিচিত একজন চক্রবৃদ্ধি হারে সুদ এর লোন (সুদ সহ আসল বর্তমানে পরিশোধ করতেছে, বছর খানেক লাগবে শেষ হতে) নিয়ে বাড়ি বানিয়েছেন, এখন এখন সেই লোন, বাসা ভাড়া থেকে শোধ করে এবং নিজেরা লোনের করা ২ টি ফ্ল্যাট এ থাকে, তার সন্তান কি wife নিয়ে সেখানে অবস্থান করতে পারবেন? এবং শুধু wife সেখানে অবস্থান করতে চাইলে কি জায়েয হবে?
2- লোন করা বাড়ি টির উপরে আরো ফ্ল্যাট লোন ব্যতীত বানাতে চাইলে কি সেটা জায়েজ হবে?